বরগুনায় হাচানুর ও সুলতানার মদদে নুরুলের ওপর হামলা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম মোল্লা
ছবি: প্রথম আলো

বরগুনা-২ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলামের ওপর হামলার জন্য আওয়ামী লীগের দুই সংসদ সদস্যকে দায়ী করেছে বিএনপি। গতকাল রোববার রাত ১০টার দিকে বরগুনায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা দাবি করেন, আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার প্রত্যক্ষ মদদে হামলার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম মোল্লা বলেন, নুরুল ইসলাম বরগুনা–২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। আজ সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কর্মসূচিতে যোগ দিতে তিনি নিজের জন্মস্থানে আসতে গিয়ে হামলার শিকার হন। পাথরঘাটায় ১৪ বছর ধরে আওয়ামী লীগের মদদে ছাত্রলীগ ও যুবলীগ বিভিন্ন সময় হামলা ও মামলা করে আসছে। আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদে এই অরাজকতা হয়। পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু এবং রায়হানপুর ইউপির চেয়ারম্যান মইনুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব আলম মোল্লা দাবি করেন, হামলায় নুরুল ইসলামসহ ৫০ জন আহত হয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতিসহ তাঁদের পাঁচজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সময় ২০টি মোটরসাইকেলে আগুন লাগানো হয়। শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই অভিযোগ সত্য না। আমাদের নেতা–কর্মীরা হামলা করেছেন—এমন কোনো ভিডিও ফুটেজ নেই। আমাদের নেতা–কর্মীরা নুরুল ইসলামের ওপর হামলা করে তাঁর পাঞ্জাবি ছিঁড়েছেন, এমন একটা ভিডিও ফুটেজ দেখাক। তাঁরা নিজেরা নাটক করে, নিজেরা পাঞ্জাবি ছিঁড়ে এই নাটক তৈরি করেছে ফায়দা নেওয়ার জন্য। নুরুল ইসলাম একটা নাটকবাজ।’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, ‘আমাদের নির্দেশে কেন হামলা হবে? তাঁরা (বিএনপির নেতা–কর্মী) খুব মারমুখী হয়ে এলাকায় ঢুকেছেন। লোকজন তা প্রতিহত করবে, এটাই স্বাভাবিক। মার দিলে তো পাটকেল খেতেই হবে। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং রামদা নিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীদের ওপর হামলা করেন। এ জন্যই ছাত্রলীগের সঙ্গে তাঁদের সংঘাতের ঘটনা ঘটেছে।’

১৬ বছর পর বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওরফে মনির পাথরঘাটায় আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গতকাল সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আরও পড়ুন