বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধের দাবি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর

ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের পূর্ব পাড়া এলাকার বেড়িবাঁধের ভাঙন দেখতে যান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। আজ দুপুরেছবি: প্রথম আলো

ফেনীর ফুলগাজীতে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে গিয়ে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ফেনীর বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করতে হবে। স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণেরও দাবি জানান তিনি।

আজ সোমবার দুপুরে ফুলগাজীর শ্রীপুর গ্রামের পূর্ব পাড়া এলাকার বেড়িবাঁধের ভাঙন দেখতে যান তিনি। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান সংবাদিকদের বলেন, ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় ফেনীর মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। এর পাশাপাশি বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর মানুষের সম্পদহানি হচ্ছে।

মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায়, বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। এখনো বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। অতিদ্রুত ভাঙা অংশগুলো মেরামত করা প্রয়োজন। গত বছরের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছিল। এখনো আগস্ট মাস আসতে বাকি রয়েছে। বাঁধের ভাঙা অংশগুলো সংস্কার না করলে ভবিষ্যতে আবারও বন্যা হবে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কার করতে না পারলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে এই কাজে যুক্ত করা প্রয়োজন।

ফেনীর ভাঙা বেড়িবাঁধ দেখতে পরিদর্শনে আসায় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের ভাঙন পরিদর্শন করে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ছাগলনাইয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।