সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরদিন ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

বহিষ্কৃত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম (বাঁয়ে) এবং সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন
ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার এক দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ওই দুই নেতা হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন।

আরও পড়ুন

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মো. তানভির আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানান। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলাম ও আরমান হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

তানভির আহমদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে কখনোই ঝামেলা, হল দখল বা শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেয় না। এ ধরনের ঝামেলা ছাত্রলীগ কামনা করে না। এ কারণেই কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দুজনকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেনের মুঠোফোনেও একাধিকবার কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যায়ের আবদুস সামাদ আজাদ হলের ৫০৭ নম্বর কক্ষ দখল নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা রিয়াজুল ইসলাম ও আরমান হোসেনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতা-কর্মী আহত হন।

ওই দুই নেতা ২০২২ সালের ৩০ জুলাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটিতে স্থান পেয়েছিলেন। ১০ মে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।