কালিয়াকৈরে থানার পাশেই দিনদুপুরে পৌনে ৯ লাখ টাকা ছিনতাই
ব্যাংকে যাওয়ার পথে দুই তরুণকে প্রাইভেট কার দিয়ে চাপা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁদের কাছ থেকে পৌনে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর থানার পাশে আজ বুধবার বেলা তিনটার দিকে। ছিনতাই হওয়া টাকা জুলহাস উদ্দিন নামের এক দলিল লেখকের। দলিল রেজিস্ট্রেশনের জন্য তিনি টাকাগুলো ব্যাংকে জমা দিতে নিজের ছেলে ও ভাগনেকে পাঠিয়েছিলেন।
ভুক্তভোগী দলিল লেখক ও স্থানীয় লোকজনের বরাতে জানা যায়, উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর থানার পাশেই দলিল লেখকদের কার্যালয়। সেখানে স্থানীয় ভেন্ডারগন দলিল লিখে রেজিস্ট্রেশন করে থাকেন। দলিল লেখক জুলহাস উদ্দিন একটি জমি রেজিস্ট্রেশন করার জন্য তাঁর ছেলে আবদুল্লাহ প্রিন্স ও ভাগনে রাশেদ খানকে ৮ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে সোনালী ব্যাংকের কালিয়াকৈর বাজারের শাখায় পাঠান। তাঁরা টাকার ব্যাগ নিয়ে অটোরিকশায় করে কালিয়াকৈরের উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী সাদা রঙের প্রাইভেট কার দিয়ে তাঁদের চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুজন আতঙ্কিত হয়ে উঠলে গাড়ি থেকে ছিনতাইকারীরা নেমে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
দলিল লেখক জুলহাস উদ্দিন বলেন, ‘আমার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে অটোরিকশা নিয়ে ব্যাংকের উদ্দেশে আমার ছেলে ও ভাগনে যাচ্ছিল। যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।’
কালিয়াকৈর দলিল লেখক স্ট্যাম্প-ভেন্ডার সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বলছে, তারা টাকা উদ্ধারে কাজ করছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমাদের থানার দুটি মোবাইল টিম ঘটনাটি নিয়ে কাজ কারছে। এখন পর্যন্ত তাঁরা লিখিত কোনো অভিযোগ দেননি।’