মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কের সূর্যনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. ডালিম মিয়া (৪২)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মো. ইউসুফের ছেলে। এ দুর্ঘটনায় তাঁর মেয়ে তানিশা আক্তারও (৩) মারা গেছে।

স্থানীয় বেশ কয়েকটি সূত্র ও নিহত ব্যক্তির স্বজন আরিফুল ইসলাম জানিয়েছেন, ডালিম মিয়া পরিবারের সদস্যদের নিয়ে সূর্যনারায়ণপুর গ্রামে থাকতেন। আজ দুপুরে কাপাসিয়া সদরের একটি ব্যাংক থেকে জরুরি কাজ শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁরা সূর্যনারায়ণপুর স্কুলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস হঠাৎ তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন ডালিম মিয়া ও তাঁর কোলে থাকা তানিশা আক্তার। স্থানীয় লোকজন ডালিম মিয়া ও তানিশাকে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেওয়ার পর চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দিকে তানিশাকে উন্নত চিকিৎসার জন্য প্রথম তার মা ও স্বজনেরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে মারা গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা গাড়িটিকে শনাক্ত করতে পারিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’