সিলেটে ‘নাশকতাচেষ্টার’ অভিযোগে ছাত্রশিবিরের ৮ নেতা-কর্মী আটক

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সিলেটে সকাল থেকে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ সদস্যরা। আজ সোমবার নগরের বারুতখানা এলাকায়
ছবি: প্রথম আলো

মিছিল ও নাশকতার চেষ্টার’ অভিযোগে সিলেটে ইসলামী ছাত্রশিবিরের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে আজ সকাল থেকে সিলেট নগরের মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান করতে দেখা গেছে। নগরের চৌহাট্টা, আম্বরখানা, বারুতখানা মোড়, বন্দরবাজার এলাকা ও জেল রোড মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

মূলত ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তবে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে শিবিরের একটি সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকাল আটটার দিকে নগরের কাজীটুলা এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর কাজীটুলা এলাকায় সংক্ষিপ্ত সভা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে আটজনকে নগরের বন্দরবাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁরা বন্দরবাজার এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।