দিনাজপুরে ওএমএসের চাল-আটা নিয়ে খুচরা বাজারে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান

দিনাজপুরে খাদ্য বিভাগের অভিযানে জব্দ করা চাল ও আটা। সোমবার দুপুরে কোতোয়ালি থানায়
ছবি: প্রথম আলো

দিনাজপুরে ওএমএসের চাল ও আটা ডিলারের কাছ থেকে কিনে বস্তা বদল করে বেশি দামে খুচরা বাজারে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ। অভিযানে রানা হোসেন (৩০) নামে অটোরিকশাচালকের বাড়ি থেকে ৫১ বস্তা চাল এবং ১৭ বস্তা আটা জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের পাটুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত রানা হোসেন পাটুয়াপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে। অভিযান পরিচালনার সময় রানা হোসেন পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী। অভিযানে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ ও কোতোয়ালি থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, অভিযানে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চাল, ২৫ কেজি ওজনের ৩৮ বস্তা চাল, ৩০ কেজি ওজনের ৩ বস্তা চাল এবং ৫০ কেজি ওজনের ১৯ বস্তা আটাসহ মোট ১ হাজার ৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ করা হয়।

সহকারী খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহন আহমেদ বলেন, খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোতোয়ালি থানা-পুলিশের সমন্বয়ে রানা হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫১ বস্তা চাল ও ১৯ বস্তা আটা আটক করা হয়েছে। অভিযুক্ত রানা হোসেনকে আটক করা যায়নি। তাঁকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সরকারি চাল-আটা অনৈতিকভাবে বাড়িতে এনে বস্তা বদল করে খুচরা বাজারে বিক্রির দায়ে অভিযুক্ত রানা হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য বিভাগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত আছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।