ময়মনসিংহে পুকুরে ডুবে একই বাড়ির তিন শিশুর মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে একই বাড়ির তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের একটি পুকুরে লাশগুলো ভেসে ওঠে।
মারা যাওয়া তিন শিশু হলো রামকৃষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮), ছেলে মেহেদী হাসান (৬) ও রফিকুলের ভাই মন্নাস আলীর মেয়ে নুসরাত আক্তার (৮)। সানিয়া স্থানীয় নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নুসরাত ও মেহেদী হাসান স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
আজ বেলা দুইটায় পরিবারের সদস্যদের অগোচরে ওই তিন শিশু রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়ির পুকুর পাড়ে খেজুর কুড়াতে যায়।
পুলিশ জানিয়েছে, রামকৃষ্ণপুর উত্তরপাড়া মসজিদের পাশে খাঁ বাড়ির পুকুর পাড়ে খেজুরগাছ রয়েছে। সেখানে আজ বেলা দুইটায় পরিবারের সদস্যদের অগোচরে ওই তিন শিশু খেজুর কুড়াতে যায়। এরপর অনেক সময় গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন জায়গায় খুঁজে তাদের পাওয়া যায়নি। পরে শিশু তিনটির মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। মরদেহগুলো উদ্ধারের পর পরিবারের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। তাঁদের আহাজারি দেখে দূরদূরান্ত থেকে দেখতে আসা লোকজন চোখের জল ধরে রাখতে পারেননি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিকেল চারটার দিকে শিশু তিনটির মরদেহ ভেসে ওঠে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।