‘কার মাজায় কত জোর মুরাদ জং সেটা জানে’

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে সাভারে পৌঁছালে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো

১০ বছর পর সাভারে ফিরেই স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়ালেন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ।

প্রতিপক্ষের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘যে নেতা-কর্মীরা আমাদের নেতা–কর্মীদের ভয় দেখায় বলে আমি কই? আমি তাদের কই আইয়ো, আইয়ো, আইয়ো আমরা প্রস্তুত। কার মাজায় কত জোর মুরাদ জং সেটা জানে।...জানুয়ারির ৭ তারিখে আইয়ো। আমরা রেডি হয়েই রইছি ইনশাল্লাহ।’

আরও পড়ুন

একই আসন থেকে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন তৌহিদ জং। ২০১৩ সালে রানা প্লাজা ট্রাজেডিতে রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে সখ্যতার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। এরপর থেকে এক দশক সময় ধরে সাভারের বাইরে ছিলেন তৌহিদ জং। বিচ্ছিন্ন ছিলেন স্থানীয় রাজনীতি থেকে।

এই সময়ে দুইবার আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন এনামুর রহমান, যিনি বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এবারো তিনি মনোনয়ন পেয়েছেন।

এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তৌহিদ জং। ঈগল প্রতীকে ভোটের লড়াইয়ে প্রচারণায় নেমেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাঁর অনুসারীদের নিয়ে সাভারের শিমুলতলায় আসেন তৌহিদ জং। সেখানে ‘দরবার এ জং’ নামের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেন। পরে বেলা তিনটার দিকে কার্যালয়ের একটি অংশের ছাদে দাঁড়িয়ে উপস্থিত কয়েক হাজার সমর্থকের উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী সার্ভিস লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

ভাষণে তৌহিদ জং বলেন, ‘অনেকেই কয়, অনেক বড় বড় নেতায় কয় নির্বাচনে তাঁরা এই করবো ওই করব। তারা দেইখা লইবো। আমরা কী হাতে চুড়ি পরছি? শেখ হাসিনার কর্মীরা কি চুড়ি পরছে? নৌকার যে প্রার্থী আছে সে জিতলেও মালা দিবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়, আমি পাশ করলেও শেখ হাসিনার গলায় মালা দিবো। তাহলে ঈগল মার্কা কার মার্কা? ঈগল মার্কাও শেখ হাসিনার আরেকটা মার্কা।’

প্রধানমন্ত্রীর নির্দেশে এতদিন চুপ ছিলেন উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘১০ বছর কথা বলি নাই। একদমই বলি নাই। ১০ বছর কোনো কথা কইছি? কোনো শব্দ করছি? ১০ বছর পরে আজকে এই সাভারে আসছি আপনাদের ডাকে সাড়া দিতে। প্রধানমন্ত্রী ২০২৩ সালে এসে বলছেন, “কথা বলো, নির্বাচন করো। কে জনপ্রিয় আমি দেখতে চাই”।’

ভাষণে রানা প্লাজা ট্রাজেডিতে নিজের দায় নিয়ে ওঠা প্রশ্নের জবাবও দেন তৌহিদ জং। তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করতে আসছি। রানা প্লাজা আমি ফালাই ছিলাম? রানা প্লাজা কি আমার ছিল? রানা প্লাজার মালিক কি আমি? ওইটার ডিজাইন আমি করছি? ওইখানে আমার কোন ব্যবসা ছিল? একটা বিল্ডিং ভাইঙা পড়ছে এটায় আমার দোষ কোথায়? কি অপরাধ ছিল আমার?’

নির্বাচনী প্রচারণায় তৌহিদ জংয়ের আরচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পরপরই দায়িত্বপ্রাপ্ত ম্যজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে ওই প্রার্থীর সমর্থক ও নেতা-কর্মীদের সরিয়ে দিয়েছেন। পাশাপাশি ওই প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া ‘ভিজিল্যান্স টিম’ এ বিষয়ে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর সেটি তদন্ত কমিটির কাছে পাঠানো হবে।