নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ইসি আহসান হাবিব

পিরোজপুরে প্রথম ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে ব্রিফিং করেন ইসি আহসান হাবিব খান। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষেছবি: প্রথম আলো

স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। আজ শনিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পিরোজপুরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলায় আগামী ৮ মে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

ইসি আহসান হাবিব খান বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাঁকে কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন কমিশন চায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরপেক্ষতা ও ঐকান্তিকতার সঙ্গে যাঁর যাঁর দায়িত্ব আইনসংগতভাবে পালন করবেন। অন্যথায় ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।

আহসান হাবিব খান আরও বলেন, ‘আমাদের সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন উপজেলা পরিষদ নির্বাচন। এ জন্য ভোট শেষ না হওয়ার আগপর্যন্ত প্রার্থীদের পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের শুকনো খাবার নিয়ে যেতে হবে। ভোটকেন্দ্রে সব সময় পোলিং এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, যেকোনো মূল্যে ভোটে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন। অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচন যাতে ভালো হয়, গ্রহণযোগ্য হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, র‍্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আলম, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।