নতুন নিয়মে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে জটিলতা

আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ভ্রমণে নতুন জটিলতা দেখা দিয়েছে। ভ্রমণ ভিসায় ৩০ দিনে একবার ও ব্যবসায় ভিসায় ৭ দিনে একবার ভারতে ঢোকার নতুন নিয়ম বেঁধে দিয়েছে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে নতুন করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গত তিন দিনে ১৩ জন বাংলাদেশি যাত্রীকে দেশে ফেরত পাঠিয়েছে আগরতলা ইমিগ্রেশন।

আখাউড়া ইমিগ্রেশনের পুলিশ চেকপোস্ট সূত্রে জানা গেছে, ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায় ভিসায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। ভারত সরকার বাংলাদেশি যাত্রীদের জন্য ভ্রমণ ও চিকিৎসা ভিসা ছয় মাস থেকে এক বছর এবং ব্যবসা ভিসা পাঁচ বছর মেয়াদে দিয়ে থাকে। এত দিন যাত্রীরা এসব ভিসায় বিনা বাধায় আখাউড়া-আগরতলা স্থলপথ দিয়ে ভারতে যাতায়াত করতেন। কিন্তু সোমবার থেকে এই স্থলপথে নতুন নিয়ম চালু হয়েছে। আখাউড়া দিয়ে ভারত ভ্রমণের ক্ষেত্রে পর্যটন ভিসায় মাসে (৩০ দিনে) একবার ও ব্যবসায় ভিসায় সর্বনিম্ন ৭ দিনে একবার ভ্রমণের নিয়ম চালু হয়েছে। নতুন নিয়মের আওতায় সোমবার থেকে পর্যটন ভিসার ১৩ যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর মধ্যে সোমবার সাতজন, মঙ্গলবার পাঁচজন ও বুধবার একজন যাত্রীকে ফেরত পাঠানো হয়।

গত সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের রায়হান উদ্দিন পর্যটন ভিসায় আখাউড়া বন্দর দিয়ে ভারতের আগরতলা ইমিগ্রেশনে যান। কিন্তু আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠায়। কারণ, তিনি ১০ আগস্ট আখাউড়া-আগরতলা স্থলপথ দিয়ে ভারতে গিয়েছিলেন। ৩০ দিনের মধ্যে এটি দ্বিতীয় ভ্রমণ হওয়ায় তাঁকে ফেরত পাঠানো হয়। ওই দিন সকালে তিনি আখাউড়া শুল্ক স্টেশনের সোনালী ব্যাংকের শাখায় ৫০০ টাকার ভ্রমণ কর পরিশোধ করেন। পরে তিনি আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে পৌঁছে বহির্গমনের নির্ধারিত ফরম পূরণ করেন। আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁর পাসপোর্টে বহির্গমন মোহর যুক্ত করে দেয়। আগরতলা ইমিগ্রেশন থেকে তাঁকে ফেরত পাঠানোর ঘটনায় আখাউড়া ইমিগ্রেশন বিষয়টি নথিভুক্ত করে রেখেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী মনির হোসেন বলেন, নতুন নিয়ম ভোগান্তি বাড়াবে। কারণ, বন্দর দিয়ে মালামাল রপ্তানির সময় ব্যবসায়ীদের প্রায় প্রতিদিনই আগরতলা দিয়ে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হয়। এখন এই নিয়ম চালু থাকলে ব্যবসায়ীদের সমস্যা হবে। কারণ, মালামাল রপ্তানির ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে ব্যবসায়ীরা সাত দিনের মধ্যে দ্বিতীয় দফায় আগরতলা যেতে পারবেন না। পণ্য রপ্তানি করে ব্যবসায়ীদের সাত দিন অপেক্ষা করতে হবে। এতে ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

মনির হোসেন বলেন, খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছেন, দেশের অন্যান্য বন্দরে এই নিয়ম নেই। শুধু আখাউড়া বন্দর দিয়েই এই নিয়ম চালু হয়েছে। তাঁরা দ্রুত নতুন নিয়ম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো ঘোষণা ছাড়াই আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভ্রমণ ভিসার বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানো শুরু করে। তারা যাত্রীদের বলছে, পর্যটন ভিসায় মাসে একবার ও ব্যবসায় ভিসায় সর্বনিম্ন সাত দিনে একবার ভারতে যাতায়াত করতে পারবেন। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তারা কথা বলতে রাজি নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।