পিকআপে করে গরু চুরি, তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সড়কের পাশে কয়েকটি গরু বেঁধে রাখা ছিল। হঠাৎ পিকআপ ভ্যান নিয়ে এসে একটি গরুকে তুলতে শুরু করেন কয়েক ব্যক্তি। দূর থেকে দেখে ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করে আট বছরের শিশু আব্বাস খান। লোকজন ছুটে আসতে আসতে পিকআপে গরু তুলে সটকে পড়ে দুর্বৃত্তরা। তবে শেষ রক্ষা হয়নি। তিন কিলোমিটার না যেতেই জনতার হাতে ধরা পড়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর কুলাউড়া এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পিকআপে করে গরু নিয়ে পালানোর সময় তিন তরুণকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় মানুষেরা। ভাঙচুর করা হয়েছে পিকআপটিও।
আটক তিনজন হলেন গাড়িচালক পার্শ্ববর্তী রাজনগর উপজেলার ইব্রাহীমপুর এলাকার বাসিন্দা শাহানুর রহমান (২৩), হরিপাশা এলাকার মারুফ হোসেন (২১) ও কামরান মিয়া (১৯)।
গরুটির মালিক উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা কৃষক শাহবাজ খান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাজ সড়কের পাশঘেঁষা জমিতে গরু বেঁধে রেখে একটু দূরে ধানখেতে কাজ করছিলেন। এ সময় তাঁর ছেলে আব্বাস খেতের আলে দাঁড়িয়ে ছিল। বেলা আড়াইটার দিকে কয়েক তরুণকে গরু টেনে পিকআপ ভ্যানে তুলতে দেখে ‘চোর, চোর’ বলে চিৎকার করে আব্বাস। টের পেয়ে তরুণেরা তড়িঘড়ি করে গরু তুলে পিকআপ নিয়ে কুলাউড়া শহরের দিকে রওনা দেন। এরই মধ্যে শাহবাজসহ অন্য কৃষকেরা মুঠোফোনে ঘটনাটি শহরে থাকা পরিচিত লোকজনকে জানান। এরপর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উত্তর কুলাউড়া এলাকায় স্থানীয় লোকজন গরু বহনকারী পিকআপটি আটকান। তাঁরা চালক ও গাড়িতে থাকা দুই তরুণকে পিটুনি দিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ ছাড়া গাড়ির সামনের কাচ ও দরজা ভাঙচুর করা হয়। খবর পেয়ে স্থানীয় জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব ছুটে গিয়ে ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। পরে কুলাউড়া থানা-পুলিশের একটি দল গিয়ে আটকে রাখা তরুণদের থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল আলম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, শিশু আব্বাসের চিৎকারে চোরাই গরু উদ্ধারসহ তিন তরুণকে আটক করা সম্ভব হয়েছে। মাসখানেক আগে শাহবাজ খানের আরেকটি গরু চুরি হয়েছিল। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ ছিলেন। তিন তরুণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গরুর মালিক শাহবাজ খান বাদী হয়ে মামলা করেছেন। তিন তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।