মঠবাড়িয়ায় চার ছাত্রী আট দিন নিখোঁজ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চার ছাত্রী আট দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাদের পরিবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে ওই চার ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয় ও কলেজে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোন বন্ধ। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে। তাদের মধ্যে দুজন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অন্য দুজন নবম ও দশম শ্রেণির ছাত্রী। ওই চার ছাত্রী বিভিন্ন সময়ে ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশ নিয়েছে। খেলাধুলায় অংশ নেওয়ার সূত্র ধরে চারজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।
এক ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে ও তার বান্ধবী একসঙ্গে খেলাধুলা করত। ৩০ এপ্রিল বাড়ি থেকে যাওয়ার পর ওদের মুঠোফোন বন্ধ। আমরা খুব চিন্তিত। এ ঘটনায় ১ মে থানায় জিডি করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মঠবাড়িয়া থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, চার ছাত্রী নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ১ ও ৩ মে থানায় জিডি করেছে। তারা এর আগেও বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এবং কয়েক দিন পর বাড়ি ফিরেছিল। পুলিশ কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে তাদের উদ্ধারে অভিযান চালিয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।