দীঘিনালায় মাইনী সেতু ভেঙে খাগড়াছড়ি–সাজেক পথে যানবাহন চলাচল বন্ধ

মাইনী নদীর বেইলি সেতু ভেঙে নিচে পড়ে আছে পাথরবোঝাই ট্রাক৷ আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায়ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর বেইলি সেতু ভেঙে পড়ে খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। সেতুটির দৈর্ঘ্য ১১০ মিটার বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে মাইনী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, ৩৬০ ফুট দৈর্ঘ্যের মাইনী সেতুর পূর্ব অংশের ১২০ ফুট বেইলি সেতু ভেঙে চট্টগ্রাম-শ-১১-৩৫০০ নম্বরের ১০ চাকার পাথরবাহী ট্রাক সেতু ভেঙে নদীতে পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী মো. ফজল মিয়া, নিতা চাকমা ও জোনাকি চাকমা বলেন, সকাল সাড়ে দশটার দিকে ১০ চাকার পাথরবোঝাই ট্রাকটি মাইনী সেতু পার হওয়ার সময় বিকট শব্দে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়৷ পরে স্থানীয় লোকজন ট্রাক থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে।

কবাখালী এলাকার মো. হোসেনসহ কয়েকজন জানান, এর আগেও একবার সেতুটি ভেঙে পড়েছিল। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন বড় বড় ট্রাকে করে সীমান্ত সড়কের পাথর নেওয়া হয়৷ পাথরবোঝাই অতিরিক্ত ট্রাকের কারণে সেতুটি ভেঙে পড়েছে৷
খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সেতুটির ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (২০ ইসিবি) অধীন। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে মাইনী সেতু এলাকায় লোক পাঠানো হয়েছে।