বারহাট্টায় বিএনপির ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার সকালে বারহাট্টা থানার উপপরিদর্শক মাহমুদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সরকারবিরোধী ষড়যন্ত্র, ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ জনকে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, গতকাল শনিবার বিকেলে উপজেলার মধ্যবাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও আধা বস্তা পাথর জব্দ করে। এ ঘটনায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে মনোয়ার নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহমত আলী বলেন, গতকাল বিকেলে কৃষক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছিল। তখন  আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী দেশি অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। হামলায় বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হন। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে উল্টো পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।