সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ। আজ রোববার তোলা
ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। আজ রোববার সকালে ওই কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা মারা হয়। একই সময় তারা অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানোর পর কক্ষের দরজায় হাতে লেখা পোস্টার সেঁটে দেয় ছাত্রলীগ। ওই পোস্টারে লেখা আছে, ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, চলছে লড়াই চলবে ছাত্রলীগ লড়বে’। অধ্যক্ষকে অপসারণের দাবিতে সকালে ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজটির সিঁড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আকাশ সরদার। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনি।

সমাবেশে ছাত্রলীগ নেতা আকাশ সরদার তাঁর বক্তব্যে বলেন, ‘অধ্যক্ষ আতিয়ার রহমান জামায়াত-বিএনপির অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় কলেজের একজন শিক্ষককে শোকজ করেছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ওই দিন থেকে আমরাও অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের সঙ্গে কলেজের সাধারণ ছাত্ররাও রয়েছেন।’

এ বিষয়ে কথা বলার জন্য আজ সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘ঢাকায় অবস্থান করছি। তালা ঝোলানোর কথা জেনেছি। ঢাকা থেকে ফিরে অভিভাবক ও সুধীজনদের সামনে পরিস্থিতি ব্যাখা করব।’

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক বলেন, ‘অধ্যক্ষ আতিয়ার রহমানের আচরণ রহস্যজনক। তাঁকে কোনোভাবেই সুযোগ দেওয়া যায় না। আমরা তাঁর অপসারণ চাই।’