পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি আ.লীগের বিদ্রোহী প্রার্থীর

নির্বাচনের ইশতেহার পাঠ করছেন লতিফুর রহমান। আজ বুধবার সকালে
ছবি: প্রথম আলো

আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান। আজ বুধবার সকালে তিনি শহরের গুপ্তপাড়ার নিজ বাসভবনে ১৭টি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে নিজেই ইশতেহার পাঠ করেন।

‘হাতি’ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন লতিফুর রহমান। নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি করপোরেশন বিনির্মাণের উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে লতিফুর বলেন, নির্বাচনে জয়লাভ করলে তিনি পরিবেশবান্ধব আধুনিক শিল্পনগরী গড়ে তুলতে ভূমিকা রাখবেন। চলাচলের জন্য নগরের রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ, নিরাপত্তা নিশ্চিতে শহরের পাড়া–মহল্লাসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করবেন। বিনোদনের জন্য শহরের চিকলি, কুকরুল, নাচনিয়া বিলসহ শহরের ভেতর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খালের সৌন্দর্য বৃদ্ধি করবেন, যেন মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন। পাশাপাশি সিটি বাজারসহ গুরুত্বপূর্ণ হাটবাজার আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার কথা ইশতেহারে বলা হয়েছে।

ইশতেহারে উল্লেখ করা হয়েছে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে পদক্ষেপ গ্রহণ, বয়স্ক নাগরিকদের জন্য একটি মানসম্মত আধুনিক হাসপাতাল নির্মাণ, সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে বিভাগীয় শহর থেকে রাজধানী যেতে চারটি দিবা ও রাত্রীকালীন আন্তনগর ট্রেন চালুর জন্য উদ্যোগ নেবেন লতিফুর। এ ছাড়া ইশতেহারে এখানকার মানুষের প্রাণের দাবি, পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্যাস সংযোগসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিতকল্পে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে।

মশা নিধনে বছরজুড়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারে বলা হয়েছে, মশার অভয়াশ্রম জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করে নগরকে মশামুক্ত করার চেষ্টা করা হবে। সেই সঙ্গে নগরবাসীর সাংস্কৃতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিটি করপোরেশন বড় ভূমিকা রাখবে। বছরব্যাপী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর-যুবকদের শরীর গঠন, মাদকমুক্ত সমাজ গঠনের সমন্বিত কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হবে। এ ছাড়া নগরের অসুস্থ, দরিদ্র মানুষের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে ৪০ শতাংশ ছাড়ে রোগের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাসহ বিনা লাভে ওষুধ বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।