আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার লাশ উদ্ধার

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরের একটি আবাসিক হোটেল থেকে অবসরপ্রাপ্ত এক বন কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার সময় হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে মহিপুর থানা-পুলিশ।

ওই ব্যক্তির নাম শফিকুর রহমান (৭০)। তাঁর বাড়ি চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকায়। তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ছিলেন।

থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শফিকুর ২০২৩ সালের ডিসেম্বর থেকে ভাই-ভাই হোটেলের ১১ নম্বর কক্ষে থাকতেন। তাঁর এলাকায় কিছু জমি–জমা আছে। সেগুলো দেখাশোনা করতে তিনি কলাপাড়ায় আসতেন। গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে আশপাশের লোকজনকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। স্থানীয় লোকজন এসে হোটেলের জানালার ফাঁক দিয়ে দেখেন তাঁর লাশ খাটের পাশে পড়ে রয়েছে। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শফিকুর কেন এত দিন ধরে হোটেলে ছিলেন, এ নিয়ে কথা বলার জন্য তাঁর স্ত্রী মাকসুরাতুল ফাতেমার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আমরা হোটেলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। পটুয়াখালী থেকে ক্রাইম সিনের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম খান বলেন, মৃতদেহ উদ্ধার করার পর কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে 'হার্ট অ্যাটাকের' কথা বলেছেন। বাকিটা ময়নাতদন্তের পর বলা যাবে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা কলাপাড়ায় আসছেন।