কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে করা ভোটার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। এরপরও বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে, তাঁদের হাতে-পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না।’
বিএনপির একটি অংশ আগামী নির্বাচনে অংশ নিতে পারে দাবি করে মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে।
কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ জোট গঠন করবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, চাইলে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারবে, যোগ দিতে পারবে।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান। বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। এর অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে আমরা এ ব্যতিক্রমী আয়োজন করেছি। এর মাধ্যমে গ্রামের গরিব মানুষেরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন।’
ক্যাম্পে ৬০ বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম সকাল ৯টা থেকে সারা দিন চিকিৎসাসেবা দিয়েছে। এ সময় বিনা মূল্যে ওষুধও পেয়েছেন রোগীরা।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।