দিনাজপুর শহরের বড় গুড়গোলা এলাকার সড়কে দাঁড়ালেই চোখে পড়বে সাদা রঙের দ্বিতল ভবনটি। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই দুই পাশে গোলাপ, রঙ্গন, চামেলি, পাতাবাহার গাছের সমারোহ দেখা যাবে। দ্বিতীয়তলার ছাদ থেকে ঝুলে আছে লতাজাতীয় গোলাপি রঙের ফুল। ছাদে উঠতেই চোখে পড়ল নীল রঙের ছোট–বড় টবে লাগানো বনসাই করা বটগাছ, পাকুড় ও তেঁতুলের গাছ।
যত্নে গড়া এ ছাদবাগানটি রাখি দের। ব্যক্তিজীবনে রাখি গৃহিণী। সংসার ও দুই সন্তান সামলে বাকিটুকু সময় এ ছাদবাগানের পেছনে ব্যয় করেন রাখি। গত শনিবার সকালে ছাদবাগানে ঘুরে দেখা যায়, ফলের মধ্যে রয়েছে কতবেল, সফেদা, কয়েক রকমের আম, কামরাঙা, কমলা, আমড়া, মালটা, আপেল, পেয়ারা, জাম, জাম্বুরা, কলা, আনারস, আমলকী, বড়ই, করমচা, কাঠবাদাম, আঙুরগাছ। আরও আছে ড্রাগন, সুপারি ও ডাবগাছ। অধিকাংশ গাছেই ফল ধরে আছে। ফুলের মধ্যে আছে শিউলি, জবা, টগর, বেলি, গাঁদা, নয়নতারা, অপরাজিতা, রাধাচূড়া, ক্যাকটাস, নাইটকুইন ও নানা রকম অর্কিড। ছাদের কিনারে মাটি দিয়ে উঁচু করা হয়েছে। সেখানে লাগানো হয়েছে পুঁইশাক, মরিচ, ক্যাপসিকাম। মাচায় ঝুলে আছে লাউ, ঝিঙে।
রাখি দে বলেন, ‘আমার দিনটা শুরু হয় গাছের যত্ন নিয়ে। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রুটিন করে স্বামীসহ ছাদে কিছুটা সময় কাটাই। এই গাছপালার সঙ্গে থেকে অনেক প্রশান্তি আসে। বিভিন্ন জায়গা থেকে গাছ খুঁজে নিয়ে আসা, গাছের যত্ন নেওয়া এখন নেশা হয়ে দাঁড়িয়েছে।’
কীভাবে ছাদবাগান করার শখ জাগল? জানতে চাইলে রাখি বলেন, ২০১২ সালে বাড়ির ছাদে একটি শিউলি ফুলের গাছ লাগিয়েছিলেন। ছাদে রাখা হয়েছে ড্রাম। সেখানে বাড়ির উচ্ছিষ্ট খাবার জমা করে কম্পোস্ট সার তৈরি করা হয়।
রাখি দে বলেন, তাঁর বাগান করার শখ পূর্ণতা পেয়েছে স্বামী অভিজিৎ দের সহযোগিতায়। নিয়ম করে তাঁর সঙ্গে গাছের পরিচর্যা করেন অভিজিৎ। ছেলেমেয়েরাও গাছের পরিচর্যা করেন। কোনো ফল খাওয়ার পরে ফলের বীজ শুকিয়ে সংরক্ষণ করেন সন্তানেরা। বাজার থেকে আনা আনারসের মাথাগুলো টবে লাগিয়েছিলেন। সেখান থেকে এখন আটটি আনারসের গাছ হয়েছে। ফলও ধরেছে এবার।
২০১৬ সালের পরে ছাদবাগানের প্রতি আরও মনোযোগী হন রাখি। কৃষি বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারাও খোঁজ রাখেন রাখির ছাদবাগানের। জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ সমাপনী অনুষ্ঠানে রাখি দে দ্বিতীয় স্থান অধিকার করেন।
সম্প্রতি রাখির মতো দিনাজপুর পৌর শহরে অনেকে ছাদ কৃষিতে মনোযোগী হয়ে উঠেছেন। প্রায় সারা বছরই ছাদ কৃষিতে ফুল-ফল, শাকসবজি চাষ করছেন তাঁরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে দিনাজপুরে শতাধিক দালানের ছাদে বাগান আছে। তবে বালুয়াডাঙ্গা, বালুবাড়ি, সুইহারি, গোলাপবাগ, গুড়গোলা, ইদগাহ বস্তি এলাকায় এর সংখ্যা বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) খালেদুর রহমান বলেন, ছাদে বাগান করলে একদিকে পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে পারিবারিক সবজির চাহিদার জোগান দেওয়া সম্ভব হয়। দিনাজপুরে যাঁরা ছাদ বাগান গড়ে তুলেছেন, তাঁদের নিয়ে একটি কর্মশালা করার পরিকল্পনা আছে তাঁদের।