রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করার পর কুপিয়ে ফেলে দেওয়া হয় ধানি জমিতে

নিহত মোহাম্মদ রাসেলছবি: পুলিশের কাছ থেকে নেওয়া।

রাঙ্গুনিয়ায় এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মোহাম্মদ রাসেল (৩০)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় তিন রাস্তার মাথায় একটি ধানি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ রাসেল আলী টিলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রাসেল দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। আজ বেলা ৩টার দিকে তাঁকে গুলি করার পর কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় পাশের ধানি জমিতে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান রয়েছে। কিন্তু কেউ এখনো ঘটনা সম্পর্কে কিছু জানাননি। তবে তদন্ত চলছে।