রাজশাহী রেলস্টেশনের ফটক থেকে দুটি ককটেল উদ্ধার

রাজশাহী রেলস্টেশনের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত দুটি ককটেল। গতকাল রাত ১০টায়
ছবি: প্রথম আলো

রাজশাহী রেলস্টেশনের ফটক থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেল দুটি রাজশাহী মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে নিষ্ক্রিয় করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের মূল ফটকের সামনে দুটি ককটেলসদৃশ্য বস্তু দেখতে পান আনসার সদস্যরা। খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। এরপর নগরের বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে ককটলে দুটি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রাজশাহী রেলস্টেশনের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত দুটি ককটেল। গতকাল রাত ১০টায়
ছবি: প্রথম আলো

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন এই তথ্য নিশ্চিত করেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি) মামলা হবে।