টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে একমাত্র নারী প্রার্থী শামিমা

শামিমা আক্তার

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারী প্রার্থী। তিনি হলেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামিমা আক্তার।

এই নির্বাচনে আছেন আরও তিন প্রার্থী। তাঁরা হলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন ওরফে মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান ওরফে তোফা ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছ উদ্দিন। বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ্ জাহান আনছারী প্রার্থী হয়েছিলেন। তবে প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তৃতীয় ধাপে আগামীকাল টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫১ জন প্রার্থী হয়েছেন।

শামিমা আক্তার বলেন, পাঁচ বছর ধরে ভাইস চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বুঝতে পেরেছেন, ওই পদে থেকে কাজ করার সুযোগ নেই বললেই চলে। তাই উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২৪ জন। ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।