অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক আরও ৯

প্রতীকী ছবি

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে দুজন এবং জেলা থেকে সাতজনকে আটক করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জেলা পুলিশ সাতজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের লোক ছিলেন। এ অভিযান অব্যাহত আছে।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। গত শনিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনে সারা দেশে এই অভিযানে মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়।