ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করা জাফর উল্যা নামের এক টমটমচালককে হত্যার মামলায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম তাঁর রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আসামি রহিম উল্লাহর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে রহিম উল্লাহর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে ১২ অক্টোবর রহিম উল্লাহকে আটক করে র্যাব। পরে টমটমচালক জাফর উল্যা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।