রাঙামাটির আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ১

রাঙামাটি জেলার মানচিত্র

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আবাসিক হোটেলের কর্মীরা একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত নারীর লাশটি দেখতে পান। তাঁকে দরজা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনকে আটক করে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রেজিস্টারে ওই নারীর নাম লেখা রয়েছে, মুন্না সরকার। ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার ধানমন্ডি। তবে খবর পেয়ে চট্টগ্রামের পাহাড়তলী থেকে আসা মো. আবদুল কাদের নামের এক ব্যক্তি জানিয়েছেন, নিহত নারী তাঁর স্ত্রী মুন্না আক্তার। এক সন্তানের জননী ছিলেন মুন্না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।