অবৈধ সংযোগ নিয়ে বিয়েবাড়িতে আলোকসজ্জা, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় প্রতিবেশী এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার জন্য বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়। ছিঁড়ে পড়া ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৪০) নামের এক দুবাইপ্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌর শহরের লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তারেক মিয়া লস্করপুর এলাকার বাসিন্দা।

তারেকের চাচাত ভাই আবুল মিয়া সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তারেক দুপুরের দিকে বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরতে যান। জলাশয়ের কাছে বিদ্যুতের একটি খুঁটি আছে। এদিকে স্থানীয় বাসিন্দা জিতু মিয়া মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা করার জন্য ওই খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ–সংযোগ নেন। বাতাসে সংযোগের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। মাছ ধরার সময় তারেক ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

আবুল মিয়া আরও বলেন, তারেক বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকতেন। ছয় মাসের ছুটি পেয়ে দেশে এসেছিলেন। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে তাঁর দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল। তাঁর স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে আছে। তিনি বলেন, তারেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি মিটমাটে স্থানীয় মুরব্বিরা চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জিতু মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

লস্করপুর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। জানতে চাইলে পিডিবির কুলাউড়া উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে কীভাবে ঘটেছে জানতে পারেননি। এ বিষয়ে এখন পর্যন্ত তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।