শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
গাজীপুরের শ্রীপুরে ব্যক্তিগত গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. মামুন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তাঁর চাচার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যাচ্ছিলেন।
নিহত মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালিসাবাড়ি গ্রামের মো. শাহজাহান মুন্সির ছেলে। তিনি শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ইকো কটন মিলের কেয়ারটেকার ছিলেন। মামুন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর অভিমুখী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীদের মধ্যে মামুনসহ অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই মামুনের মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অটোরিকশায় ধাক্কা দেওয়া ব্যক্তিগত গাড়িটি শনাক্ত হয়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি তাঁর বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।