উখিয়ার আশ্রয়শিবিরে ইটবোঝাই ট্রাক উল্টে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবিরের রাস্তায় ইটবোঝাই ট্রাক উল্টে গেলে চাপা পড়ে দুই রোহিঙ্গা শিশু মারা যায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) আজ রোববার বেলা ১১টার দিকে ইটবোঝাই ডাম্প ট্রাক উল্টে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। ডাম্প ট্রাকটি ধারণক্ষমতার অতিরিক্ত ইটবোঝাই করে উখিয়ার মরিচ্যা থেকে আশ্রয়শিবিরে যাচ্ছিল। পুলিশ ট্রাক ও ট্রাকচালক নাসির উদ্দিনকে আটক করেছে।

নিহত দুই রোহিঙ্গা শিশু হলো ওই আশ্রয়শিবিরের ব্লক জি-১২–এর রোহিঙ্গা শরণার্থী জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই শিবিরের ব্লকের জি-২–এর বাসিন্দা আবদুস সালামের মেয়ে নুর কলিমা (১২)। বাড়ি থেকে বেরিয়ে দুই শিশু সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় ইটবোঝাই ট্রাকটি উল্টে গেলে এর নিচে তারা চাপা পড়ে।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা ট্রাকের নিচে ইটচাপা পড়া দুই শিশুকে উদ্ধার করে উখিয়া থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ডাম্প ট্রাকটিতে ধারণক্ষমতার অতিরিক্ত ১০ হাজার ইটবোঝাই করে জামতলী আশ্রয়শিবিরে নেওয়া হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ইটচাপায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয় ঘটনাস্থলে। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ট্রাকের চালক নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চালক নাসির উদ্দিন বলেন, ডাম্প ট্রাকে সর্বোচ্চ পাঁচ হাজার ইট বোঝাই করা যায়। কিন্তু বোঝাই করা হয় ১০ হাজার ইট। ইটগুলো একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তা নিয়ে যাচ্ছিলেন আশ্রয়শিবিরের উন্নয়নকাজে ব্যবহারের জন্য। ধারণক্ষমতার অতিরিক্ত ইট বোঝাই করার কারণে তিনি নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।