জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয়

বিদ্যুৎ
প্রতীকী ছবি

জাতীয় গ্রিডে ত্রু‌টির কারণে সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শ‌নিবার রাত পৌনে আটটার দিকে এ বিপর্যয় দেখা দেয়। পরে রাত সাড়ে আটটার দিকে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির।

বিউবো সূত্রে জানা গেছে, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে সিলেট বিভাগে বিদ্যুৎসরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় বিউবো ও পল্লী বিদ‌্যুতের গ্রাহকেরা ভোগা‌ন্তিতে পড়েন। শনিবার রাত পৌনে আটটার দিকে বিভাগের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপু‌রি স্বাভা‌বিক হতে আরও সময় লাগতে পারে বলে জা‌নিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী শাহেদ আহমদ প্রথম আলোকে বলেন, শ‌নিবার দুপুর থেকে সিলেটে লোডশে‌ডিং প্রকট আকার ধারণ করে‌। দুপুর ১২টার পর থেকে একা‌ধিকবার লোড‌শে‌ডিং হয়। তবে রাত পৌনে আটটার দিকে সারা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির প্রথম আলোকে বলেন, রাত আটটার কিছু আগে বিভাগের সব গ্রাহক বিদ্যুতহীন অবস্থায় ছিলেন। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পর থেকে এ সমস্যা হচ্ছে। জাতীয় গ্রিডে সমস্যার কারণে এমন‌টি হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভা‌বিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান আবদুল কাদির।