১১ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন গাজীপুরের ধীরাশ্রম এলাকায় লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ শেষে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ছবি: প্রথম আলো

গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার এবং উল্টে পড়া একটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়মুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের উত্তর পাশে পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত ও একটি বগি উল্টে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হন। তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্টেশনমাস্টার বলেন, দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকায় উদ্ধারকারী রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়। রাতেই উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ শুরু করে। সকাল সাড়ে আটটার দিকে ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইনের বেশ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।

বাংলাদেশ রেলের মেকানিক্যাল বিভাগের প্রকৌশলী কুদরত ই খোদা জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রধান ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবির।