নোয়াখালীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আরিফুল ইসলাম (১৩)। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঘাটলা গ্রামের জামিয়া আবু বকর সিদ্দিক নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম সদর উপজেলার হাসানপুর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যার দিকে মাদ্রাসার দোতলা পাকা ভবনের ছাদে খেলা করার সময় পা পিছলে নিচে পড়ে যায় আরিফুল। মাদ্রাসার শিক্ষকেরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।