চকরিয়ায় দিঘি থেকে কিশোরের লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সমবায় দিঘি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ লাদেন (১৪)। সে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়া এলাকার এজহারুল হকের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, আজ সকাল সাতটার দিকে সমবায় দিঘির মাঝখানে একটি লাশ ভাসতে দেখেন লোকজন। পরে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দিঘি থেকে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনই কিশোরের পরিচয় শনাক্ত করেন।
কয়েকজন ব্যবসায়ী বলেন, কিশোর লাদেনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বদরখালী বাজারে দেখা গেছে। এর আগে তাকে ইলিশিয়া বাজারেও দেখা গেছে। দিঘিতে কীভাবে তার লাশ পাওয়া গেছে, তাঁরা বলতে পারছেন না।
ঘটনার বিষয়ে লাদেনের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। নিহত লাদেন মৃগীরোগী ছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। স্থানীয় একটি মাধ্যমে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা থানায় আসছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।