গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নিহত শান্ত আহমেদ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার আরেক বন্ধু। গতকাল বুধবার রাতে উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শান্ত আহমেদ (১৭) নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। আহত শামিমুল সাকিব (১৭) একই এলাকার মারিমুল ইসলামের ছেলে। তারা দুজন বন্ধু। নড়াইলের একটি বিদ্যালয় থেকে তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা। আহত সাকিবকে রাতেই ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকার বলেন, দুই বন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি মধুমতি সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এস বি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত আহমেদকে মৃত ঘোষণা করেন।