সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র খুলছে শুক্রবার থেকে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটনকেন্দ্রফাইল ছবি প্রথম আলো

সিলেটে টানা বৃষ্টি, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত সাদা পাথর পর্যটনকেন্দ্র শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার।

এর আগে গত ৩০ মে সিলেটে কয়েক দিন ধরে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদা পাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলেই পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

এ বিষয়ে আজ বিকেলে ইউএনও আজিজুন্নাহার বলেন, আজ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সম্মতিতে নিষেধাজ্ঞা আগামীকাল সকাল থেকে তুলে নেওয়া হচ্ছে। শুক্রবার থেকে সাদা পাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে কোনো বিধিনিষেধ থাকবে না।