রুমায় সড়ক দুর্ঘটনায় বেঁচে গেল দেড় বছরের শিশুটি
বান্দরবানের রুমা-বগালেকে আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীরা সবাই আহত হলেও রক্ষা পেয়েছে দেড় বছরের জেহিয়ালিয়ান বম। তার কিছু হয়নি। অথচ তার মা লালরুংনেম বম ট্রাক থেকে ছিটকে পড়ে মাথায় ও মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখন সে হতভম্ব হয়ে সড়কের ধারে বসেছিল। জেলা সদর হাসপাতালে এসেও মা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, জেহিয়ালিয়ান দাদুর কোল থেকে এদিক-ওদিক কী যেন দেখছিল।
দুর্ঘটনায় আহত পারএং ময় বম বললেন, ট্রাকে যাঁরা ছিলেন, তাঁরা সবাই কমবেশি আহত হয়েছেন। ছয়জন মারাও গেছেন। মায়ের কোলে থাকা তিন বছরের আরেক শিশু চুংবিকবয় বমও আঘাত পেয়েছে। কিন্তু শিশু জেহিয়ালিয়ানের কোনো কিছুই হয়নি। সে সড়কের ধারে বসে শুধু হতভম্ব হয়ে তাকাচ্ছিল।
জেলা সদর হাসপাতালে নিয়ে আসা আহত ব্যক্তিরা জানিয়েছেন, বগালেক থেকে দুটি ট্রাক রুমা উপজেলার দিকে যাওয়ার সময় পেছনের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে ট্রাকের ওপর সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় জেহিয়ালিয়ানের মা–ও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে সোমবার রাত সাড়ে আটটায় জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে জেহিয়ালিয়ানের মা লালরুংনেম বম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেছেন, তাঁর এবং তাঁর বুকে থাকা জেহিয়ানের কী হয়েছে কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে ছেলেটার কিছুই হয়নি দেখে ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করেছেন।