শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের এক দিন পর ২ শিশুর মরদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের এক দিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সোমবার সকালে বন্দরের ময়মনসিংহ পট্টিসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে লাশ দুটি পাওয়া যায়।

মারা যাওয়া দুই শিশু হলো—বন্দর উপজেলার কাজীবাড়ি এলাকার ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে বিল্লাল হোসেন (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল (৭)।

শিশুদের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর থানা নৌ পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সকাল ৯টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে শিশু বেলাল ও ইসমাইল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন তাদের খোঁজে এলাকায় মাইকিংও করেছেন। আজ সকালে শীতলক্ষ্যার নদীতে এক শিশুর মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

শহীদুল ইসলাম বলেন, শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তারা ডুবে গিয়েছিল। তাদের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।