সিলেটে থেমে থাকা পু‌লিশের গা‌ড়িতে ধাক্কা, ৫ কর্মকর্তাসহ আহত ৬

একটি বাস এসে থেমে থাকা পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায়ছবি: প্রথম আলো

সিলেটে বিশেষ অভিযানের জন্য প্রস্তুতির সময় সড়কের পাশে পুলিশের গাড়ি দাঁড় করানো ছিল। এ সময় পুলিশ কর্মকর্তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই একটি বাস এসে থেমে থাকা পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের ছয় সদস্য আহত হন। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই পুলিশের কর্মকর্তা।

আহত পুলিশ সদস্যরা হলেন—সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, সিলেট বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুনু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এক সংবাদের ভিত্তিতে উপকমিশনারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার জন্য পুলিশ কর্মকর্তারা আজ সকালে সেখানে ছিলেন। সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে উপকমিশনার আজবাহার আলী শেখকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও চালকের সহকারীকে (সুপারভাইজার) আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।