৯৯৯-এ ফোন, রেললাইনে পাওয়া গেল যুবকের দ্বিখণ্ডিত মরদেহ

ট্রেন দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে ফৌজদারহাট রেল পুলিশ।

আজ সোমবার দুপুরে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামমুখী রেললাইন থেকে নিহত যুবকের দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান রেল পুলিশের সদস্যরা। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস মিত্র। তিনি প্রথম আলোকে বলেন, আজ দুপুরে যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে তাঁরা লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যান।

তাপস মিত্র বলেন, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে মানুষের চলাফেরা কম। ওই যুবক সেখানে কীভাবে গেলেন, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। এখন তাঁরা নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।