নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা

আদালত
প্রতীকী ছবি

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভায় খিচুড়ির আয়োজন করায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীকের) আরিফুর রহমান দোলনের কর্মী আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় এ জরিমানা করা হয়।

আহাদুল করিম বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার বাসিন্দা। তিনি পৌর যুবলীগের সভাপতি।

প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের ছোলনা মহল্লায় অবস্থিত দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভোটারদের জন্য খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়। খবর পেয়ে আসনটির নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় খিচুড়ি ও মাংস জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী সভায় খাবারের ব্যবস্থা করা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।