ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ১১

ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ নগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের কালীবাড়ী দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, কালীবাড়ী দক্ষিণ পাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ওই ঘরে আজ দুপুরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে। এ সময় ঘরের আশপাশে থাকা মানুষ দগ্ধ হন।

দগ্ধ শিশুরা হলো মীম (৫), রাহিম (৭), সোলেমান (৫), ইয়াসিন (৫) ও মানিক (৯)। দগ্ধ অপর ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩০), সোহেল (৪৫), ইসমাইল (৩৩), কহিনুর (৪০) ও সালমা (৩৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত তরিকুলের স্বজন এনামুল বলেন, ‘আমি ঘটনাস্থলের কাছেই চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি, শিশুসহ অনেকে আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

বিশেষজ্ঞরা জানান, সাধারণত বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। তবে আজকাল বেলুন বিক্রেতারা হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছেন। যে সিলিন্ডারের ভেতরে হাইড্রোজেন গ্যাস থাকে, সেখান থেকে যদি গ্যাস নির্গত হয়, তাহলে বিস্ফোরণের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু হিলিয়াম গ্যাস থাকলে বিপদ ততটা থাকে না। এরপরও সব ধরনের উচ্চ চাপের গ্যাস সিলিন্ডার—হিলিয়াম, এলপিজি, সিএনজি ও হাইড্রোজেন সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত।