২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শ্রীপুরে পানিতে ডুবে একসঙ্গে মারা গেল দুই ভাই

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

বাড়ির অদূরে মাছের ঘেরের পারে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সহোদর দুই ভাই। পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে। আজ রোববার বেলা দুইটায় তাদের মরদেহ উদ্ধার করে স্বজনেরা। তাদের ধারণা, দুপুর ১২টার দিকে শিশু বয়সের দুই ভাই পানিতে তলিয়ে যায়।

নিহত দুই শিশু হলো তামিম আহমেদ (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ওই গ্রামের মো. আল-আমিন ও ফাতেমা আক্তার দম্পতির সন্তান। তাদের মা ফাতেমা আক্তার একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় থাকেন। বাবা বিভিন্ন এলাকায় কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই দম্পত্তির আরও এক ছেলে সন্তান আছে। তাদের তিন সন্তান দাদা-দাদির সঙ্গে থাকত।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই বিলের পারে অন্য শিশুদের সঙ্গে তামিম ও ইসমাইল খেলা করছিল। বেলা একটার দিকে বিলের পানিতে তামিম আহমেদের মরদেহের কিছু অংশ ভেসে উঠতে দেখে অন্য শিশুরা। তাঁদের চিৎকারে পাশের বাড়ির এক নারী পানি থেকে তামিম আহমেদের নিথর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে উপস্থিত হন। বেলা দুইটার দিকে পাওয়া যায় ইসমাইল হোসেনের মরদেহ।

ওই পরিবারের এক স্বজন ইমান আলী বলেন, ধারণা করা হচ্ছে খেলতে খেলতে ছোট ভাই ইসমাইল হোসেন পানিতে পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই তামিম আহমেদ পানিতে নেমে সেও তলিয়ে গেছে। ঘটনাটি অন্য শিশুরা তাৎক্ষণিক দেখতে পায়নি।

বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মারুফ শেখ মুক্তার জানান, বাড়ির পাশে বিলের পারে খেলতে গিয়ে দুই সহোদর ভাই পানিতে ডুবে মারা গেছে। একজনের লাশ উদ্ধারের পর অনুসন্ধান চালিয়ে একই বিল থেকে অপর ভাইয়ের লাশও উদ্ধার হয়েছে। সহোদর দুজনের মৃত্যুর এই ঘটনায় পুরো এলাকায় শোক বিরাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ এফ এম নাসিম বলেন, পুলিশ পাঠিয়ে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।