রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: কায়সার কামাল

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বরিশাল বিভাগের আইনজীবীরা এক পদযাত্রা করে
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও সরকার তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে টালবাহানা করছে। এখন সরকার বিএনপিকে আদালতে যেতে বলে। কিন্তু বিএনপি কোন আদালতে যাবে? যে আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছে, সেই আদালতে?

সোমবার বিকেলে সরকারের পদত্যাগ, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং ফরমায়েশি রায় ও প্রহসনের বিচার বন্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে কায়সার কামাল এসব কথা বলেন। ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের বরিশাল বিভাগের আয়োজনে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচির আগে বরিশাল আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনে এ সমাবেশ করা হয়।

কায়সার কামাল বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আদালত ভয়ংকর রূপ ধারণ করেছে। এতেই প্রমাণ হয় আদালতের প্রতি দেশের মানুষের বিশ্বাস নেই, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।  খালেদা জিয়ার কিছু হয়ে গেলে দেশের জনগণ এই সরকারকে ক্ষমা করবে না।

সমাবেশে কায়সার কামাল আরও বলেন, ‘আমরা চাই আইনের শাসন, ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র। বিশ্ব সম্প্রদায় এবং দেশের ৯৬ ভাগ মানুষ এই অবৈধ সরকারকে চায় না। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারের বিদায়ের মাধ্যমে দেশে আবার আইনের শাসন, গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনা হবে’।

আইনজীবী নেতা আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কো-অর্ডিনেটর সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি গোলাম মো. চৌধুরী, সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলার আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

পরে আদালত প্রাঙ্গণ থেকে ল ইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের ফোরামের সদস্যদের নিয়ে নগরে একটি পদযাত্রা বের করে। পদযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোড বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়।