লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই

সোনালী ব্যাংকের লালমনিরহাটের বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখার ভাণ্ডারকেক্ষের মেঝেতে খোঁড়া ছয় ফুট গভীর গর্ত। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো

লালমনিরহাট সদর উপজেলায় সোনালী ব্যাকের বড়বাড়িহাট শাখায় সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শাখার প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মো. রাজু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী বলেন, অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপক গতকাল রাতে চুরির চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলমান। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে সোনালী ব্যাংকের বড়বাড়িহাট শাখায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ে চুরির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তাপ্রহরীদের গর্ত খোঁড়ার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় কুড়িগ্রামের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহিন আক্তার ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বাদী উল্লেখ করেন, গত সোমবার রাতে ব্যাংকের নিরাপত্তাপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাকে নিয়ে গিয়ে দেখেন, ব্যাংকের ভবনের পেছনের দেয়াল ভাঙা এবং আনুমানিক ছয় ফুট গভীর একটি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, যা ব্যাংকের ভেতরে ভান্ডারকক্ষের মেঝে পর্যন্ত বিস্তৃত। পরে ব্যাংকে ঢুকে ব্যাংকের সবকিছু ঠিকঠাক আছে কি না, দেখতে গিয়ে ভান্ডারকক্ষের প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো দেখতে পান। পরে পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের কর্মকর্তারা সবার উপস্থিতিতে ব্যাংকে ঢুকে ব্যাংকের ভল্ট অক্ষত ও ভল্টের থাকা টাকা অক্ষত দেখতে পান। শুধু ভান্ডারকক্ষের কাগজপত্র এলোমেলো ছাড়া সবকিছু ঠিকঠাক আছে। ভেতরে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ব্যাংকের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, অজ্ঞাতনামা চোর বা চোরেরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে ব্যাংকের ভবনের পেছনে দেয়াল ভেঙে, মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টা করেছে।

আরও পড়ুন