ভোটকেন্দ্রে হঠাৎ বহিরাগত, হাতাহাতি সংঘর্ষ

হাটহাজারীর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বহিরাগতরা জড়ো হলে তাঁদের বাঁধা দেন আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। আজ দুপুর ১২টায়জুয়েল শীল

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলছিল। কোনো কেন্দ্রে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। তবে দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করে উত্তেজনা দেখা দেয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে। কেন্দ্রের দিকে এ সময় প্রায় ৬০ জনের একটা বহর ছুটে আসতে থাকে, তা দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইট ছোড়া হয়।

২০ মিনিট ধরে এই উত্তেজনা চলেছে। মূলত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনুস গনি চৌধুরী ও ঘোড়া প্রতীকের সোহরাব হোসেন চৌধুরী ওরফে নোমানের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। ঘোড়া প্রতীকের পক্ষে বহিরাগত লোকজন আসেন বলে অভিযোগ। এ সময় তাঁদের প্রতিরোধ করতে গেলে আনারস প্রতীকের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

২০ মিনিট ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির পর বহিরাগত লোকজন পিছু হটে। আনারস প্রার্থীর পক্ষের অনুসারীদের অভিযোগ ঘোড়া প্রতীকের পক্ষে প্রভাব বিস্তারের জন্য বহিরাগতদের নিয়ে আসা হয়। এ সময় আনারসের নির্বাচন সমন্বয়কারী সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজম কেন্দ্রের বাইরে ছিলেন। ছিলেন ঘোড়ার পক্ষে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব আবুল হাশেম।

আনারসের নির্বাচন সমন্বয়কারী আলী আজম বলেন, আলমপুর থেকে পায়ে হেঁটে প্রায় ৫০-৬০ জন লোক আসেন। তাঁরা কেন্দ্র দখলের উদ্দেশ্যে এখানে আসেন। তাঁরা সবাই বহিরাগত। তাঁদের প্রতিহত করা হয়েছে।

ঘোড়া প্রতীকের দায়িত্বপ্রাপ্ত সচিব আবুল হাশেম বলেন, বহিরাগতরা আনারসের লোক। ওই প্রতীকের নির্বাচন সমন্বয়কারী আলী আজম আসার পর কিছু বাইরের লোকজনকে দেখা যায়। এ সময় একটু উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

এ সময় কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. শাখাওয়াত বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে ভোট বন্ধ হয়নি। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স ও বিজিবি আসে।

হাটহাজারী উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ দুপুর ১২টায়
জুয়েল শীল

চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭১৬। দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০২ ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন বলেন, এখানে ভোটার উপস্থিতি তুলনামূলক ভালো। বাইরের গন্ডগোলের প্রভাব ভেতরে পড়েনি। পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে সকাল থেকে উত্তর ও দক্ষিণ মাদর্শা এবং কুয়াইশ এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি একেবারেই নগণ্য। একই সময়ে দুপুর ১২টার দিকে জোবরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মোটরসাইকেল প্রতীকের রাশেদুল আলম, সোহরাব হোসেন চৌধুরী ও ইউনুস গনি চৌধুরী।