নানার বাড়িতে পুকুরে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলো চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদ হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও তার (ফারিয়া) খালাতো ভাই কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহসিন (৫)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন নানার বাড়িতে বেড়াতে আসে তাহসিন ও ফারিয়া। শিশু দুটি সোমবার বিকেলের দিকে বসতঘরের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।