পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুদ্দিন। তবে স্থানীয় সূত্রে দুই শিশুর নাম নিশ্চিত হওয়া গেলেও বাবার নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

মঈনুদ্দিন বলেন, ঈদে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল মা–সহ ওই দুই খালাতো বোন। বৃহস্পতিবার দুপুরে তারা নানাবাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে খোঁজাখুঁজি করে পাননি। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই দুই শিশুর মধ্যে একজনের বাড়ি উপজেলার দৌলতপুর ও অন্যজনের বাড়ি সুনামপুর বলে জানা গেছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যকে পাঠিয়েছেন। বিষয়টির বিস্তারিত তথ্য তিনি পাননি।