সখীপুরে বনে নিজের দেওয়া আগুনে প্রাণ গেল বৃদ্ধের

আগুন
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে সামাজিক বনায়নের একটি জমিতে পড়ে থাকা পাতায় নিজের দেওয়া আগুনে পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের সদর বিটের আওতাধীন বেরিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওমর আলী উপজেলার বেরিখোলা গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় সন্ধ্যায় তাঁর ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

পুলিশ ও রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওমর আলী দুপুরে নিজের নামে বরাদ্দ পাওয়া সামাজিক বনায়নের একটি জমিতে পড়ে থাকা পাতায় আগুন ধরিয়ে দেন। স্থানীয় ব্যক্তিদের ধারণা, তাঁর জমির পাতা পুড়ে যাওয়ার পর পাশের আরেকটি জমিতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় আগুন নেভানোর চেষ্টা করেন ওমর আলী। একপর্যায়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এতে তাঁর শরীরে আগুন ধরে গেলে পুড়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।