পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর আবদুল্লাহ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার ছোছাউড়া গ্রামে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল্লাহ উপজেলার ছোছাউড়া গ্রামের মো. জামাল মিয়ার ছেলে। সে ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর শিশু আবদুল্লাহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকাল সাতটার দিকে গ্রামের সড়কের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।