কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগির চাকা বিকল, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত

ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা বিকল হয়ে ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়ে। মঙ্গলবার বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে
ছবি: প্রথম আলো

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চাকা বিকল হয়ে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে প্রায় আড়াই ঘণ্টা আটকে ছিল। স্থানীয় প্রকৌশল বিভাগের চেষ্টায় চাকা মেরামতের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সান্তাহার স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর রেলওয়ের প্রকৌশল বিভাগের দায়িত্বরত পরীক্ষকেরা ট্রেনটি পরীক্ষা করতে গিয়ে ‘ঝ’ নম্বর বগির চাকা বিকল দেখতে পান। এ সময় ওই বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা এসে ওই বগিটি স্টেশনের ক্যারেজে নিয়ে যান। প্রায় আড়াই ঘণ্টা পর বগির চাকা ঠিক হলে বেলা দুইটায় ট্রেনটি সান্তাহার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সান্তাহার রেলওয়ের স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ১০৪৬ কামরার (বগি) একটি চাকায় সমস্যা হয়। চাকাটি মেরামতের পর বেলা দুইটায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ওই ট্রেনের ‘ঝ’ বগির যাত্রী মুন্না ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জয়পুরহাট থেকে ঢাকায় যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে উঠি। আমার সিট পড়েছে ঝ বগিতে। সান্তাহার স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের টিটিই ও পুলিশের সদস্যরা বগি থেকে সবাইকে নেমে যেতে বলেন। ট্রেনের চাকা অচল হওয়াই বগির সবাই নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি।’ শিশু ও বৃদ্ধের কারণে যাত্রীদের অনেকে ভোগান্তির মধ্যে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন।